নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের মনসুরিয়া পয়েন্ট সংলগ্ন মজিদ মিয়ার বাড়ীর সামনে সড়ক দূর্ঘটনায় দুই বছরের শিশু সাফওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাফওয়ান কে কোলে নিয়ে তার মা একটি অটোরিকশা সিএনজি গাড়িতে উঠার সময় পিছন দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনা গাড়ি অটোরিকশা সিএনজি গাড়ীকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে শিশু সাফওয়ান লেগুনাগাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ শিশু সাফওয়ানের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়ার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লেগুনা ও অটোরিকশা সিএনজি গাড়ি পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
কানাইঘাট নিউজ ডটকম/৩০জুলাই ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়