Sunday, July 28

ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ ছাড়া ডেঙ্গু আতঙ্ক দূর করতে আওয়ামী লীগ সারা দেশে সচেতনতামূলক সভা করবে বলে জানান ওবায়দুল কাদের।
দেশের চলমান বন্যা পরিস্থিতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা-পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়