Thursday, June 20

রসালো টুসটুসে আম এখন অ্যাপে

কতকিছুই তো পাওয়া যায় অনলাইন অ্যাপ্লিকেশন বা অ্যাপে। গ্রাহক যেমন খুশি তেমনই বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে পছন্দমতো অর্ডার করতে পারেন। এবার সেই পণ্যের তালিকাতে যুক্ত হয়েছে আম! 

ফলের রাজা হিসেবে খ্যাত আম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত তো বটেই এমনকি বিদেশ থেকেও এই বিশেষ অ্যাপে কেনা বা অর্ডার করতে পারবেন।
‘রাজশাহীর আম’ নামে চলছে অ্যাপটি। এরই মধ্যে লক্ষাধিক গ্রাহক অ্যাপটি ডাইনলোড করেছেন। এই অ্যাপের মাধ্যমে শুধু রাজশাহীর আম সরবরাহ করা হবে। সেই সঙ্গে নিশ্চয়তা থাকবে ঘরে বসে রাসায়নিক মুক্ত আম পাওয়ার। প্রবাসীরাও এই অ্যাপের মাধ্যমে দেশে তাদের স্বজনদের কাছে রাজশাহীর আম পৌঁছে দেওয়ার সুবিধা পাচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়