Monday, June 3

কনাইঘাটে ভারতীয় গরু বহনকারী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আহত,চালক আটক

নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ১৬টি গরু কানাইঘাটের সড়কের বাজার থেকে ট্রাকযোগে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় ফয়জুল করিম নামে এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহতের খবর পাওয়া গেছে।

এঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের দোয়ারী মাটি ব্রীজের পাশে। 

স্থানীয় জনতা গরু সহ ট্রাক ও ট্রাকের চালক রুবেল মিয়া কে আটক করে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। 

জানা যায়, প্রতিদিন কানাইঘাটের সীমান্তবর্তী কাড়াবাল্লা এলাকা দিয়ে বেশ কয়েকটি সিন্ডিকেট গরু-মহিষ ব্যবসায়ী চক্র শত শত গরু-মহিষ ভারত থেকে অবৈধভাবে নিয়ে এসে সড়কের বাজার সহ আশপাশ এলাকায় গরু-মহিষ জমায়েত করে রাখেন। এখান থেকে দেশের বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ীরা ভারতীয় গরু-মহিষ ভূয়া সীট করে ভারতীয় চোরা কারবারীদের কাছ থেকে গরু-মহিষ কিনে বড় বড় ট্রাক দিয়ে বহন করে বিক্রি ও জবাইর উদ্দেশ্যে নিয়ে যান। 

আজ সোমবার চট্টগ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী সড়কের বাজার থেকে গরু কিনে কয়েকটি ট্রাক দিয়ে গরু বহন করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে গরুবাহী ট্রাকের মধ্যে ঢাকা মেট্রো-ট-২০-৬৭৭১ নম্বরের একটি বড় ট্রাকে করে ১৬ টি গরু বহন করে সিলেট মুখী নিয়ে যাওয়ার সময় দ্রুত গতির এ ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে কানাইঘাট দিঘীরপার ইউনিয়নের লন্তিরমাটি গ্রামের মুন্সি আব্দুল হান্নানের পুত্র মোটর সাইকেল আরোহী ফজলুল করিম গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দূর্ঘটনার পর বিক্ষোদ্ধ লোককজন ট্রাকটি আটক করার জন্য পিছু ছুটলে এক পর্যায়ে ট্রাক চালক রাজশাহী জেলার কাঠাল বাড়ী উপজেলার আফজল মিয়ার পুত্র রুবেল মিয়া কে আটক করেন। পরে থানা পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ গরু সহ ট্রাক ও চালক রুবেল মিয়া কে আটক করে থানায় নিয়ে আসেন। 

আটককৃত ১৬ টি গরুর মূল্য ১৪ লক্ষ টাকা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন। এঘটনায় গুরুতর আহত ফজলুল করিমের ভাই স্থানীয় ইউপি সদস্য মুন্সি আবুল হোসেন ট্রাকের চালক কে আসামী করে থানায় সোমবার রাতে অভিযোগ দায়ের করেছেন। 

গরুগুলো থানা থেকে ছাড়িয়ে নিতে গভীর রাত পর্যন্ত গরু-মহিষ চোরাকারবারী চক্রের সদস্য ভারতীয় অবৈধ গরু ব্যবসায়ী স্থানীয় দক্ষিন কুওরেরমাটি গ্রামের মৃত আব্দুল মুতলিবের পুত্র সাহাব উদ্দিন, দিঘীরপার গ্রামের কামাল উদ্দিন সহ কয়েকজন কে থানার আশপাশ এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।

 এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গরুবাহী ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল চালক ফজলুল করিম আহত হওয়ার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ইউপি সদস্য মুন্সি আবুল হোসেন সহ আরো অনেকে জানান, প্রতিদিন সড়কের বাজার এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা গরু-মহিষের বহনের ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে দূর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় লোকজন। তার ভাই গরুবাহী ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হয়ে মুমর্ষ অবস্থায় সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, সম্প্রতি ভারত থেকে চোরাই পথে গরু মহিষ কানাইঘাটের সীমান্ত এলাকা দিয়ে নিয়ে আসার সময় ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে বেশ কয়েকজন চোরাকারবারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ ঘটনায় কয়েকদিন পূর্বে বাদী হয়ে দনা বিজিবি ক্যাম্পের কমান্ডার কানাইঘাট থানায় ১৩ জন চোরাকারবারী গরু ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু তারপরও ভারত থেকে চোরাইপথে প্রতিদিন গরু-মহিষের চালান আসছে।

কানাইঘাট নিউজ ডটকম/০৩জুন ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়