Thursday, June 20

আজ থেকে শুরু বাংলাদেশে আন্তর্জাতিক নাট্য উৎসব

বাংলাদেশে এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব।

২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত চলবে এই উৎসব। 
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এটি বাস্তবায়ন করবে শিল্পকলা একাডেমি এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনও করা হয়।
সঙবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে বাংলাদেশসহ ফ্রান্স, রাশিয়া, চীন, ভিয়েতনাম, ভারত এবং নেপাল অংশ নিবেন। বাংলাদেশ থেকে ধৃতি নর্তনালয় এবং অন্বেষা থিয়েটার অংশ নেবে বলে জানানো হয়েছে। 
উৎসবের ভেন্যু নির্ধারণ করা হয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়