Sunday, June 23

কানাইঘাটে ন্যাশনাল লাইফের মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কানাইঘাট জোনাল অফিসের উদ্যোগে কোম্পানীর দুই গ্রাহকের মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে ১১টায় এক সূধী সমাবেশ শাখা অনুষ্ঠিত হয়।

কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট নির্মলেন্দু বাড়ৈ'র সভাপতিত্বে ও জনবীমা ব্রাঞ্চ ম্যানেজার প্রভাষক সোহেল আহমদের পরিচালনায় মৃত্যু দাবিরচেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক যুবনেতা আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রেসক্লাবের ক্রীড়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য সাংবাদিক শাহীন আহমদ, বাজার বণিক সমিতির সদস্য সেলিম উদ্দিন। 

স্বাগত বক্তব্য রাখেন, কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের ইনচার্জ বীমা ব্যক্তিত্ব আব্দুল হাই, জোনাল অফিসের জেলা কো-অর্ডিনেটর ওলিউর রহমান, জাফলং অফিসের কো-অর্ডিনেটর ফিরোজা আক্তার, এজেন্ট হাফিজ মোঃ জাকির হোসেন, রায়হান উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের গ্রাহক মরহুমা সিরাজুন নেছার নমিনি আব্দুল মতিন ও মরহুমা আলতাবুন নেছার নমিনি আফতাব উদ্দিনের কাছে মরণোত্তর বীমাদাবির চেক হস্তান্তর করা হয়।

এ সময় বক্তারা বলেন, দারিদ্র্য মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সবাইকে বীমা পলিসি গ্রহণ করতে হবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১৯৮৫ ইংরেজী থেকে বীমা খাতে বড় ধরনের অবদান রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি হাজার হাজার পরিবারকে বীমা পলিসির মাধ্যমে স্বনির্ভর এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা, মৃত্যু দাবি, গ্রাহকদের বোনাস প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সচ্ছতার সহিত পরিচালিত হচ্ছে। লাখো কর্মীদের চাকুরীর মাধ্যমে এ কোম্পানী শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বও দূর করছে।

কানাইঘাট নিউজ ডটকম/২৩জুন ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়