আন্তর্জাতিক ডেস্ক ::
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে অপমান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ অভিযোগ উঠেছে সৌদি আরবের পক্ষ থেকে। এনিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাক এ প্রধানমন্ত্রী।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মক্কায় ওআইসি'র শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ইমরান খান সৌদি বাদশা’র সঙ্গে প্রটোকল অনুযায়ী আচরণ করেননি। এ অভিযোগ উঠেছে সৌদি আরবের পক্ষ থেকে। এনিয়ে এরই মধ্যে সৌদি আরব পাকিস্তানের কাছে প্রতিবাদ করেছে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বাদশা সালমানের পক্ষ থেকে ইমরান খানকে অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও’র বরাত দিয়ে আরটি’র প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খান গাড়ি থেকে নেমে লাল গালিচার ওপর দিয়ে বাদশা সালমানের কাছে যান। এরপর সালমান ও ইমরান খানের মধ্যে হ্যান্ডশেক ও একটু কথা হয়।
এরপরই ইমরান খান আর রাজার দিকে না তাকিয়ে সরাসরি দোভাষীর সঙ্গে কথা বলতে থাকেন। এরপর দোভাষীর দিকে তাকিয়ে রাজার উদ্দেশে কিছু বলেন এবং রাজাকে তা বলতে বলেন। এরপর রাজার জবাবের অপেক্ষায় না থেকে সম্মেলনস্থলের দিকে চলে যান ইমরান।
সৌদি আরবের অনেকেই এ আচরণকে রাজার জন্য চরম অপমান হিসেবে মনে করছেন।
সামাজিক মাধ্যমে অনেকে ইমরান খানের কড়া সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, ইমরান খানকে কূটনৈতিক আচরণ শেখানো দরকার।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়