নিউজ ডেস্ক:
ঢালিউডের হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরী।
তিনি এবার মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে ৩.৩৩ পেয়ে এসএসসি
পাস করেছেন। মাধ্যমিকের গন্ডি পেরিয়ে এবার তার উচ্চ মাধ্যমিকে পা রাখার
পালা।
দর্শকদের মনে এখন প্রশ্ন তাদের প্রিয় নায়িকা
কোন কলেজে ভর্তি হচ্ছেন। এ ব্যাপারে পূজা বলেন, ‘আমি তো নিয়মিত ক্লাস করতে
পারব না। পড়াশোনাটা বাসাতেই সারতে হবে। তাই মোটামুটি মানের একটা কলেজে
ভর্তি হতে চাই।’
তিনি আরো বলেন, ‘বাসার কাছাকাছি কোন একটা
কলেজে ভর্তি হতে চাই। আমরা এখন চাইলেই ইচ্ছা মতো কলেজে ভর্তি হতে পারি না।
তাই নিয়মানুসারে আবেদন করেছি। মিরপুর কলেজ, বঙ্গবন্ধু কলেজ। এছাড়াও
সিদ্ধেশ্বরী কলেজে আবেদন করেছি।’
এই নায়িকা এবার পড়াশুনায় সিরিয়াস হতে
চান। তিনি বলেন, পড়াশুনাকে এবার অবশ্যই গুরুত্ব দিতে হবে। উচ্চ মাধ্যমিকে
ফলাফল আরো ভালো করতে চাই। তারপর গ্র্যাজুয়েশনটাও ভালোভাবে সম্পন্ন করবো।
হয়তো আমি ক্লাস কম করতে পারছি, কিন্তু সেটা পুষিয়ে দেব বাসায় পড়াশোনা করে।
ইন্ডাস্ট্রিতে এখন শিক্ষিত মানুষ ছাড়া টিকে থাকা সম্ভব নয় এমনটাই মনে করছেন
পূজা।
তিনি বলেন, ‘এখন পড়াশোনা জানা মানুষকে
সিলেক্ট করা হয় অভিনয়ের জন্য। পড়াশোনা না জানলে তো অভিনয়ের ক্যারিয়ারও
দীর্ঘ হবে না। আর এখন তো যারা অভিনয় করছেন সবাই শিক্ষিত। এজন্য নিজেকে
সেভাবেই গড়ে তুলতে হবে।
প্রসঙ্গত, শিশুশিল্পী হয়ে চলচ্চিত্রে
আসেন পূজা চেরী। বিজ্ঞাপনেও নজর কাড়েন। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নূর
জাহান, পোড়ামন ২, দহন এসব ছবির মাধ্যমে পূজা ব্যাপকভাবে আলোচনায় আসেন। তবে
তার আগে একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে অংশ নিয়ে বেশ পরিচিতি পান।
যদিও সেই পরিচিতি শিশুশিল্পী হিসেবেই ছিল। এই নায়িকা বর্তমানে ব্যাস্ত আছেন
শান ছবির শুটিং নিয়ে। গত ২৬ মে থেকে শুরু হওয়া শান ছবির শুটিং-এ অংশ
নিয়েছেন তিনি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। এই ছবিতে
পূজার নাম রিয়া আর শান চরিত্রে সিয়াম অভিনয় করছেন।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়