নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের মাইক্রোবাস চালক আব্দুল মালিক আরিফের হত্যাকারীর ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) বিকেল ৩ টায় কানাইঘাট সড়কের বাজারে বিশাল সড়কের বাজার মাক্রোবাস উপ-শাখার উদ্যোগের এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এলাকার হাজার হাজার মানুষের উপস্থিতিতে মাইক্রোচালক আব্দুল মালিকের খুনি দেওয়ান বাছিত উল্লেখ করে সিলেটের ছিনতাইকারী, চাঁদাবাজ, হাফপেন্ট বাহিনীর এক সময়ের অপরাধ জগতের সম্রাট বলে অভিযোগ করে বক্তারা বলেন, ‘বাছিত এলাকায় এসে লেবাস পাল্টিয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। সে সব সময় ইয়াবা, হিরোইন সেবন করত। পাওনা টাকা চাইতে গিয়ে বাছিত আব্দুল মালিককে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে কুপিয়ে আহত করলে কানাইঘাটের জুলাই মাঝরচটি গ্রামের মাইক্রো চালক মালিক গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। থানা পুলিশকে দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশিট প্রদান করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে মালিকের খুনি দেওয়ান বাছিতের ফাঁসির দাবী জানানো হয় প্রতিবাদ সমাবেশে।
এসময় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন।
কানাইঘাট দিঘীর পাড় ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আলী আলকাছের পরিচালনায় প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলার সভাপতি শ্রমিক সেলিম আহমদ ফলিক।
বক্তব্য রাখেন সাতবাক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নূর, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, নিহত আব্দুল মালিকের বড় ভাই আব্দুল খালিক, চারখাই শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আলিম ভাসানী, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, জকিগঞ্জ কালিগঞ্জ শাখার মাক্রোবাস শাখার সভাপতি হাকিম আহমদ, ইউপি সদস্য আবুল হোসেন, সড়কের বাজার মাইক্রোবাস শাখার সভাপতি সেলিম উদ্দিন, শ্রমিক নেতা জালাল আহমদ, সড়কের বাজার শ্রমিক ইউনিয়নের সভাপতি মুসলিম উদ্দিন প্রমুখ।
কানাইঘাট নিউজ ডটকম/২৫মে ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়