Saturday, May 25

কানাইঘাটের প্রবীণ আলেম শায়েখ আব্দুল্লাহ'র দাফন সম্পন্ন! জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা শায়েখ আব্দুল্লাহ ছোটদেশীর দাফন সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে ১০ টায় ছোটদেশ নয়াবাজার সংলগ্ন দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে তার নামাজে জানাযা শেষে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযার নামাজে সিলেটের বিভিন্ন উপজেলার আলেম উলামা, বিশিষ্ট যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষ শরীক হন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।

এদিকে প্রবীণ আলেমে দ্বীন আল্লামা আব্দুল্লাহ’র মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। দূর দূরান্ত থেকে তার হাতে গড়া শত শত আলেম উলামা সহ এলাকার সর্বস্তরের মানুষ তার বাড়িতে ভীড় জমান। শায়খুল হাদীস আব্দুল্লাহ একজন বরেণ্য আলেমে দ্বীন ছিলেন। একজন হক্বানী আলেম হিসাবে তিনি সর্ব মহলে প্রশংসিত ছিলেন। সিলেট সহ নিজ এলাকায় তিনি ছোটদেশী হুজুর নামে পরিচিত ছিলেন।

আল্লামা আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। তিনি কানাইঘাট তালবাড়ী খালোপাড় মাদ্রাসা ও গোলাপঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ মাদ্রাসার শায়খুল হাদীস ছিলেন। এ ছাড়াও তিনি সিলেটের কাজির বাজার মাদ্রাসা, হরিপুর বাজার মাদ্রাসা, হেমু দারুল উলূম মাদ্রাসা, দারুল হাদীস শাহগলী মাদ্রাসা, খরিল হাট মাদ্রাসা, হাড়ি কান্দি মাদ্রাসা, রাজাগঞ্জ মাদ্রাসা সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

কানাইঘাট নিউজ ডটকম/২৫মে ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়