Wednesday, May 29

কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের মানববন্ধন

কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাটের সড়কের বাজারে সন্ত্রাসী আব্দুল বাছিতের হামলায় নিহত মাইক্রো চালক আব্দুল মালিক আরিফ হত্যার সুষ্ঠ তদন্ত ও ফাঁসির দাবিতে বুধবার (২৯ মে) বেলা ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন করে কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ।
মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল মালিক আরিফ একজন সহজ সরল মাইক্রো চালক। তাকে হত্যা করা নিতান্তই ঘৃণ্য ব্যক্তির কাজ। তার তিনটি অবুঝ সন্তান আকাশের পানে থাকিয়ে আছে। বেকুল হয়ে তারা পিতাকে খুঁজছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আব্দুল মালিক নিহত হওয়ায় তার স্ত্রী ও সন্তানরা আজ অসহায়। তাদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে। আব্দুল মালিক হত্যাকারী সন্ত্রাসী আব্দুল বাছিতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি দিতে হবে। অন্যথায়- কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদ উপজেলাবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেবে।
কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা রোটারিয়ান শাহাজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও এপেক্স ক্লাব অব কানাইঘাটের প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম বাবলুর পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন কানাইঘাট উপজেলা সভাপতি, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহমদ সুলেমান, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, কানাইঘাট উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক এড. মামুন রশিদ, জাসদ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান এ.এ চৌধুরী শিপার, জেলা ছাত্রলীগের সাবেক উপ সমাজসেবা সম্পাদক তারেক হাসান চৌধুরী, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের সহ সভাপতি আলা উদ্দিন আহমদ মুক্তা, সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন, বাংলাদেশ মানবিক ভলন্টিয়ার্স সিলেট মহানগর আহ্বায়ক উত্তম সাহা, কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি আলী আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আহমদ মাসুম, সাংগঠনিক সম্পাদক হুমায়েদ আহমদ, মাইক্রো চালক সমিতি কানাইঘাট উপজেলা সভাপতি সেলিম আহমদ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের মহসিন আলী, রতœা বেগম, সালমা আলী, আবু ইউসুফ মুন্না, আলামিন, বাংলাদেশ মানবিক ভলন্টিয়ার্স সিলেট মহানগরের আব্দুস সাত্তার, মিজান আহমদ জীবন। এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, মাস্টার আবুল খয়ের, মাস্টার আলিম উদ্দিন, মাস্টার ফরিদ উদ্দিন, মাস্টার জামিল আহমদ, মাস্টার মতিউর রহমান, ব্যবসায়ী ফখরুদ্দিন, ডা. জাকারিয়া, ফজলুর রশিদ জহির, আব্দুল্লাহ হাসান, শাহিন আহমদ, কামরুল হাসান, ফয়ছল আহমদ, সোয়াইবুর রহমান, নিহতের বড় ভাই আব্দুল খালিক, শিশু কন্যা তমা ও ইমা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়