নিউজ ডেস্ক:
নিজের বুদ্ধির সঙ্গে যোগ হয়েছে দলের সংঘবদ্ধ প্রচেষ্টা। এমনভাবেই জিম্বাবুয়ের এক সাফারি পার্কে সিংহের মুখ থেকে পালিয়ে বেঁচেছে এক কুকুর।
গত ১৬ মে এ কুকুরের পালিয়ে বাঁচার ভিডিও ইউটিউবে শেয়ার করা হয়েছে। এরইমধ্যে সে ভিডিওটি ২৭ লাখেরও বেশি মানুষ ক্লিক করেছেন।
হুয়াঙ্গে ন্যাশনাল পার্কে প্রতিদিন অনেক পর্যটক আসেন বনের প্রাণীদের
প্রাকৃতিক পরিবেশে বিচরণ দেখতে৷ প্রায়ই দর্শণার্থীদের চোখে সিংহের শিকার
করার দৃশ্য চোখে পড়ে৷ তবে বুদ্ধি খাটিয়ে এমন বিপদ থেকে যে প্রাণ বাঁচিয়ে
ফেরা সম্ভব, এক বুনো কুকুর তা দেখিয়ে দিয়েছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের ওয়েবসাইটে প্রকাশিত ওই ভিডিওতে দেখা
যায়, এক বুনো কুকুরের ঘাড়ে কামড় দিয়ে আছে এক সিংহ৷ কুকুরটির শরীরেও
নড়াচড়ার কোনো ক্ষমতা নেই৷ একেবারে মরার মতো করে ছিল সে। কুকুরটির পালের
অন্যরা তখন নানাভাবে সিংহকে বিরক্ত করছিলো।
শুরুতে পালের অন্য কুকুরদের পাত্তা না দিলেও, মুখের কুকুরটি মারা গেছে
নিশ্চিত হওয়ার পর তাকে মুখ থেকে ফেলে আশেপাশের কুকুরগুলোর প্রতি গর্জন করে
ওঠে সিংহটি। তবে মুখের কুকুরটিকে মাটিতে রাখতেই সে এক ছুটে সিংহের আওতার
বাইরে চলে যায়৷
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়