Thursday, May 30

টঙ্গীতে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

নিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গী ব্রিজের নিচে বুধবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, ঈদকে ঘিরে ছিনতাই, ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল দিচ্ছে র‌্যাব। টঙ্গী ব্রিজের নিচে একদল ডাকাত একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল। তখন প্রাইভেটকারের যাত্রীরা চিৎকার দিলে টহলরত র‌্যাব ডাকাতদের ধাওয়া দিলে তারা গুলি ছুড়ে। তাৎক্ষণিক আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এরপর ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। গোলাগুলির সময় তিন র‌্যাব সদস্য আহত হন। এর মধ্যে এক র‌্যাব সদস্যের বা পায়ে গুলি লাগে। তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি মোবাইল, দুটি সুইচগিয়ার, ছুড়ি, ছয়টি গ্যাস লাইট, গুলির খোসা উদ্ধার করা হয়েছে। 
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়