কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় শ্রীলংকায় বোমা হামলায় জায়ান চৌধুরী নিহতের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, লোটে শেরিং ফোন করে শ্রীলংকায় সম্প্রতি সন্ত্রাসী হামলায়
শেখ হাসিনার নিকট আত্মীয় জায়ান চৌধুরীসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ
প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।
গত রোববার শ্রীলংকায় ইস্টার সানডে চার্চ ও হোটেলে আত্মঘাতী সিরিজ বোমা
হামলায় ৩৫৯ জন নিহত হয়েছেন। ওই হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট
আত্মীয় জায়ান চৌধুরী নিহত হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়