নিজস্ব প্রতিবেদক:
সদ্য সমাপ্ত কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশের পক্ষে দলের নির্দেশ উপেক্ষা করে নির্বাচনী মাঠে কাজ করার দায়ে কানাইঘাটে ৪ বিএনপি নেতাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার বিকেল ৪টায় কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় মমতাজগঞ্জ বাজারে এক কর্মী সভার মাধ্যমে দলীয় নির্দেশ লঙ্গন করে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে বক্তব্য রাখার দায়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য ফখরুদ্দিন চৌধুরী, সদস্য আজিজুল আম্বিয়া কে কর্মী সভায় ইউনিয়ন বিএনপির সকল সাংগঠনিক কর্মকান্ড থেকে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হয়।
দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এসব নেতাদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ও জেলা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।
ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য আব্দুন নূরের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় কর্মী সভায় ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সহ-দপ্তর সম্পাদক শফিকুর রহমান মেনন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবাদুর রহমান মেম্বার, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সিদ্দিকী লিটন, উপজেলা যুবদলের সহ সভাপতি আশরাফুল আম্বিয়া, সাধারণ সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক ইয়াহিয়া আহমেদ, যুবদল নেতা রেজা, সাবেক যুবদলের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, ইউপি ছাত্রদলের সভাপতি সাইয়্যান আহমদ, সহ-সভাপতি বাবলু প্রমুখ।
কানাইঘাট নিউজ ডটকম/০১ এপ্রিল ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়