Saturday, April 6

সংসদে আসুন, খালেদার মুক্তির কথা বলুন: নাসিম

কানাইঘাট নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, গলায় জোর থাকলে ৬ জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন। যে দলের নেতারা পুলিশের লাঠির আঘাতে জামা কাপড় খুলে দৌড়ে পালায়, সে নেতাদের দিয়ে আন্দোলন হয় না। তার চেয়ে সংসদে আসুন, জনগণের কথা বলুন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন, হয়তো বা লাভ হতে পারে।

শনিবার দুপুরে কাজীপুরের অন্যরকম বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  
তিনি আরো বলেন, আন্দোলনের হুমকি দিয়ে বেগম জিয়াকে মুক্ত করা যাবে না। মুক্তির জন্যে বিএনপি থেকে নির্বাচিতদের সংসদে এসে কথা বলতে হবে। মুক্তির বিষয়ে জোরালো যুক্তি উপস্থান করতে হবে।
বিদ্যানিকেতনের সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক ইয়াছিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন প্রমুখ।
সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়