নিজস্ব প্রতিবেদক:
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সমাপনী অনুষ্ঠান শনিবার সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদের সভাপতিত্বে ও হাসপাতালের পরিসংখ্যানবিদ সুবোধ চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস খাদিজা বেগম, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান।
সেবা সপ্তাহের কার্যক্রম তোলে ধরে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, ডাঃ ইশতিয়াক আহমদ, স্যানেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মইনুল হক, সিএইচসিপি হেলাল আহমদ প্রমুখ।
সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা/কর্মচারীরা নিজ নিজ কর্ম ক্ষেত্রে অবদান রাখায় ডাঃ আবুল হারিছ, ডাঃ উৎপেলেন্দু বিশ্বাস, সিনিয়র স্টাফ নার্স বিউটি বৈদ্য, পরিসংখ্যানবিদ সুবোদ চন্দ্র দাস, স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা বেগম, আব্দুল কাদির, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামীম আহমদ, এ্যাম্বুলেন্স চালক শামীম আহমদ কে সম্মাননা স্বরূপ পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।
কানাইঘাট নিউজ ডটকম/২০ এপ্রিল ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
স্বাস্থ্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়