Monday, April 22

কানাইঘাটে গলায় দড়ি দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে রান্না ঘরে গলায় দড়ি দিয়ে সুলতানা নামের ২ সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের কাতার প্রবাসী হোসেন আহমদের স্ত্রী।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি আত্মহত্যা করেন।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে নিহত সুলতানা বেগমের লাশ উদ্ধার করেন।

তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিক জানা যায়নি। 

সুলতানার ৭ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
এ ব্যাপারে থানার এসআই দেলোয়ার হোসেন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থল থেকে সুলতানার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

কানাইঘাট নিউজ ডটকম/২২ এপ্রিল ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়