Wednesday, April 24

ওসি মোয়াজ্জেমের দুটি মোবাইল জব্দ

 কানাইঘাট নিউজ ডেস্ক:

মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও ধারণ এবং অনলাইনে ছড়িয়ে দেয়ার মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। মামলার আলামত হিসেবে তার (ওসি মোয়াজ্জেম) দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোনগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছে পিবিআই সূত্র।
পিবিআই সদর দপ্তরে মঙ্গলবার বিকালে ওসি মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ওসির মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় অনেক তথ্য বেরিয়ে আসবে। রাফিকে জিজ্ঞাসাবাদের সময় ওসির সঙ্গে যারা ছিলেন তাদের সবার মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষা করা হবে।
যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ, ভিডিও ধারণ ও ছড়িয়ে দেয়ার অভিযোগ এনে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি তদন্ত করছে পিবিআই।
এদিকে রাফির মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন আগামীকাল বৃহস্পতিবার দেয়া হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়