Thursday, April 25

শ্রীলংকার নিরাপত্তা বাহিনীতে বড় পরিবর্তন আসছে

 

আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ ডটকম:

কলম্বো ও আশপাশের কয়েকটি এলাকায় গেল রোববার ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় শ্রীলংকার নিরাপত্তা বাহিনীতে আসছে বড় ধরনের পরিবর্তন। বুধবার শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এমন নির্দেশনা দিয়েছেন বলে জানান তার ঘনিষ্ঠ একটি সূত্র। ওই সূত্রের বরাতে দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এদিকে বুধবার এক অনুষ্ঠানে বক্তৃতায় মাইথ্রিপালা সিরিসেনা বলেন, নিরাপত্তা বাহিনীতে আগামী এক সপ্তাহের মধ্যে বড় ধরনের রদবদল আনা হবে। তিনি বলেন, কলম্বো হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক ত্রুটি-বিচ্যুতি ছিল। 
রয়টার্স জানায়, এরই অংশ হিসেবে শ্রীলংকার পুলিশ প্রধান পুজিথ জয়সুন্দর ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী রুয়ান বিজয় বর্ধনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। 
এর আগে হামলার সম্ভাব্য গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর উপযুক্ত ব্যবস্থা না নেয়ায় পুলিশ প্রধান জয়সুন্দর ও প্রতিরক্ষা সেক্রেটারি হেমাসিরি ফার্নান্দোকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান শ্রীলংকান এমপি বিজয়দেশা রাজাপাকসে। তারা উভয়ই দায়িত্ব পালনে গাফিলতি করেছেন বলে অভিযোগ করেন তিনি।
গেল রোববার ইস্টার সানডে উদযাপনের সময় তিনটি গির্জা, তিনটি হোটেল এবং বেশ কয়েকটি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ভয়াবহ ওই হামলায় আহত হয়েছেন অন্তত পাঁচ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ৩৮ জন বিদেশিও রয়েছেন। 
হামলার ১০দিন আগেই শ্রীলংকার গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠান। কিন্তু সেই চিঠি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের নজরেই আনেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এদিকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সিরিজ বোমা হামলার দায় স্বীকার করলেও, সঠিক কোনো তথ্য প্রমাণ দেয়নি তারা। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এটা সবচেয়ে ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা।
মঙ্গলবার আইএসের মুখপত্র আমাক নিউজ শ্রীলংকায় হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়া হয়। এর আগে দেশটির চরমপন্থী ইসলামিক গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামায়াতকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে দায়ী করে শ্রীলংকার সরকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়