Wednesday, April 24

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নয়া কমিটি গঠন

কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা, ফ্যামিলি গ্যাদারিং ও সম্মেলন  সোমবার(২২ এপ্রিল)পূর্ব লন্ডনের এনসাইন ইয়ূথ ক্লাবে অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিদায়ী সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চেয়ারম্যান, একাউন্টেন্ট ফারুক আহমদ, মোস্তফা জামাল, খালিকুজ্জামান ফারুক,আব্দুর রহমান, ফয়জুর রহমান তোতা প্রমুখ। 

অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত প্রায় ৩০০ শতাধিক কানাইঘাটবাসী উপস্থিত হন।

সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর সেতুবন্ধন হচ্ছে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। দেশে এবং বিদেশে সংগঠনের কাযক্রম আজ বিস্তৃত। কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়ন, সমাজসেবা, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। 

সম্মেলনে ২০১৯-২০ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে একেএম শামসুজ্জামান বাহার, মোহাম্মদ রশীদ আহমদকে সাধারণ সম্পাদক ,মোঃ কামাল উদ্দীনকে ট্রেজারার, রিয়াজ উদ্দীন কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/ ২৪ এপ্রিল ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়