কানাইঘাট নিউজ ডেস্ক:
বছর ঘুরে আবার এলো বৈশাখ। বর্ষ বরণ উৎসবে মেতেছে সারাদেশ। উৎসবের বন্যা বইছে সব অঙ্গনেই। বাদ নেই ক্রীড়াঙ্গনও। বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের আগমনী গান। সবাইকে জানাই আনন্দ উৎসবে ভরা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!’
আইপিএল খেলতে এখন ভারত সফরে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান।
এরপর থেকে প্র্যাকটিস আর সাইড বেঞ্চে বসেই সময় কাটছে সাকিব আল হাসানের।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়