কানাইঘাট নিউজ ডেস্ক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবিতে) অধ্যয়নরত কানাইঘাট উপজেলার শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর আশ্বাস দিলেন কানাইঘাট উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
শনিবার দুপুরে শাবিপ্রবি ক্যাম্পাসে আয়োজিত কানাইঘাট সাস্টিয়ান ফোরামের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য তিনি এ আশ্বাস দেন।
শাবিপ্রবির কানাইঘাটী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর আশ্বাস জানিয়ে আব্দুল মুমিন চৌধুরী বলেন, শীঘ্রই কানাইঘাটের মেধাবী শিক্ষার্থীদের জন্য সামাজিক উদ্যোগের আওতায় মেধাবৃত্তি চালু করা হবে।
এছাড়াও তিনি কানাইঘাটী শিক্ষার্থীদের জন্য একটি ছাত্রাবাস স্থাপন ও উপজেলার অভ্যন্তরে একটি কারিগরী কলেজ প্রতিষ্ঠায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, সিলেট অঞ্চলের গরীব মেধাবী শিক্ষার্থীদের উন্নয়নে কাজের ক্ষেত্রে সিলেটের কতিপয় সুপ্রতিষ্ঠিত সামাজিক সংগঠনের বেশ সুনাম রয়েছে। এরই ধারাবাহিকতায় নানামুখী সামাজিক উদ্যোগের আওতায় কানাইঘাট উপজেলার শিক্ষার্থীদের উন্নয়নেও কাজ করতে হবে। কানাইঘাট উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
কানাইঘাট সাস্টিয়ান ফোরামের নবীন বরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের প্রধান এবং আধুনিক ভাষা ইন্সটিটিউট এর পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহপরান হল মসজিদের ইমাম মো. আনওয়ারুল হক।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান।
শাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রকৌশলী মো. জাকারিয়ার সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসিফ আযহারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মো. ফয়সাল, লোক-প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মো. শাহজাহান চৌধুরী, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এবং শাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি মো. তাজিম উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সুফিয়ান চৌধুরী, পিএমই বিভাগের সহকারি অধ্যাপক মো. আশরাফ হোসাইন, লোক-প্রশাসন বিভাগের প্রভাষক মো. মোস্তফা কামাল, সহকারি রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন, সমাজকর্ম বিভাগের সিনিয়র সুপারভাজার আলীম উদ্দিন আল আজাদ, আইপিই বিভাগের সহকারি কারিগরী কর্মকর্তা মো. জয়নুল ইসলাম চৌধুরী, কর্মকর্তা জনাব ফয়সল, জৈন্তা রাজ্যের ইতিহাস গবেষক মো. কলিম উল্লাহ, নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী তানভীর আহমেদ, পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী গিয়াস উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী কামরুল ইসলাম, কানাইঘাট সাস্টিয়ান ফোরামের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিছবাউল হক চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষার্থী রেদওয়ান হোসাইন, লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী এবাদুর রহমান নাঈফ ও জহিরুল আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সায়েম ফরিদ ও আল আমিন চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠান শেষে কানাইঘাটের নবাগত শিক্ষার্থীদের ফুল ও বই দিয়ে বরণ করে নেন উপস্থিত অতিথিবৃন্দ ও সিনিয়র শিক্ষার্থীবৃন্দ।
কানাইঘাট নিউজ ডটকম/ প্রেবি/ ১৩ এপ্রিল ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়