নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরি নয়াবাজারে সরকারি রাস্তার উপর অবস্থিত ২টি ছায়াঘেরা রেন্টি গাছ গত শনিবার রাত ১২টার দিকে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় কেউটি হাওর গ্রামের মৃত তবারক আলী উরফে লাল মিয়ার পুত্র তোতা মিয়া (৪৫)এর নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৬/৭ জন কে আসামী করে সরকারি রাস্তার উপর এ ২টি গাছ কেটে নিয়ে সেখানে দোকান কোটা নির্মাণের চেষ্টার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কেউটি হাওর গ্রামের মৃত মুফিদ রাজার পুত্র সিরাজ উদ্দিন (৬০) বাদী হয়ে সরকারের পক্ষে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার বরাবরে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, তোতা মিয়ার নেতৃত্বে সরকারি রাস্তার উপর অবস্থিত প্রায় ৫ ফুট গোল এবং ৩৫/৪০ ফুট উচু ২টি রেন্টি গাছ কেটে নেওয়া হয়েছে। এছাড়া তোতা মিয়া গংরা গাছগুলো কেটে সেখানে ইট-পাথর ও বালু মওজুদ করে দোকান ঘর নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় এলাকাবাসী এ ব্যাপারে দ্রুত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন।
কানাইঘাট নিউজ ডটকম/১৯ এপ্রিল ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়