কানাইঘাট নিউজ ডেস্ক:
ওপার বাংলার টেলিভিশনের জনপ্রিয় মুখ রূপসা মুখার্জী। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার বাংলা ছবিতে ডেবিউ করছেন তিনি। পথিকৃত বসু পরিচালিত ‘কে তুমি নন্দিনী’ ছবির মাধ্যমে বড় পর্দা অভিষেক হয়েছে তার। চলতি সপ্তাহেই মুক্তি পাবে ছবিটি। প্রথম ছবিতে বনি সেনগুপ্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রূপসা।
রূপসার কথায়, বিগ ব্যানারে এটাই ফার্স্ট ছবি
আমার। এর আগে ওড়িয়া ছবি করেছিলাম। আমাদের টিম খুবই ভাল। তবে আমাকে সেটে
প্রায় সব সময়ই পরিচালক বকতেন। আর বনি শরীর সবসময়ই খারাপ থাকতো। কেননা তার
লেগপুল বেশি হতো।
‘কে তুমি নন্দিনী’তে রূপসার চরিত্রের নাম
নন্দিনী। কেমন মেয়েটি? অভিনেত্রী জানালেন, নন্দিনী টম বয়। ওর জীবনে প্রেম
বলে কিছু নেই। সবাই ওকে বলে, বিয়ে তো করতে হবে, প্রেমটা কর। সেই থেকে মনের
মানুষ খোঁজা শুরু করে মেয়েটি।
বনির চরিত্র অর্থাৎ আবিরকে দেখে প্রেমে পড়ে
যায় নন্দিনী। কিন্তু আবির কোনো পাত্তা না দেওয়ায় নন্দিনীর মধ্যে একটা
পরিবর্তন আসে। কেমন সেই পরিবর্তন? তা জানতে গেলে সিনেমা হলে যেতে হবে বলে
দাবি করলেন রূপসা।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়