Wednesday, April 10

কানাইঘাটে ভূমি সেবা সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক:
ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে কানাইঘাট উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে ভূমি সেবা সপ্তাহের র‌্যালী বের হয়।

র‌্যালীতে সরকারি কর্মকর্তা, সুধীজন, সাংবাদিক, সেবাপ্রাপ্তী সহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ হল রুমে “ ভূমি সেবা ও জনগণের প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ. হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহিন রেজা, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক এখলাছুর রহমান, আব্দুন নুর, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, মুমিন রশিদ সহ বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট দলের শিক্ষার্থীরা। 

কানাইঘাট নিউজ ডটকম/১০ এপ্রিল ২০১৯ ইং


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়