Thursday, April 18

কানাইঘাটে "আন্-নূর টাওয়ারের" যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক:
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌর শহরের প্রাণকেন্দ্র কানাইঘাট উত্তর বাজারে অবস্থিত ৭তলা বিশিষ্ট সর্ববৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান আন্-নূর টাওয়ারের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ উপলক্ষ্যে মার্কেট প্রাঙ্গণে এক সুধী সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আন্-নূর টাওয়ারের শুভ সূচনা করেন কানাইঘাট উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ-কাতার চেম্বার্স অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী।

আন-নূর প্রোপ্রাটিজ লিমিটেডের চেয়ারম্যান সাবেক সাংসদ শিল্প উদ্যোক্তা ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মাষ্টার ফয়ছল আহমদের উপস্থাপনায় শুভ সূচনা অনুষ্ঠানে কানাইঘাটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক মহল, কোম্পানীর পরিচালকবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কোম্পানীর ভাইস চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুফাজ্জিল হোসাইন, কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ, কানাইঘাট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, এ্যাডঃ মামুন রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী এ্যাডঃ কেএম ওলি উল্লাহ, কোম্পানীর ডাইরেক্টর যুক্তরাষ্ট্র প্রবাসী নছিরুল হক।

বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বাজার বণিক সমিতির সহ-সভাপতি পৌর কাউন্সিলর ইসলাম উদ্দিন, কাউন্সিলর তাজ উদ্দিন, সাহাব উদ্দিন চৌধুরী, মাওঃ হুদুর রহমান, মাওঃ আব্দুল মালিক, মাওঃ সাইফুল্লাহ, মাওঃ মুহিবুর রহমান, ইউপি সদস্য আব্দুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী শারওয়ার ফারুকী, মাওঃ জাকির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীর পরিচালক আবু জহর জামাল উদ্দিন সহ আরো অনেকে।


কানাইঘাট নিউজ ডটকম/১৮ এপ্রিল ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়