কানাইঘাট নিউজ ডেস্ক:
সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমচ্যুত করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া দেশটির বর্তমান সরকারও বাতিল করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রদানকৃত এক ভাষণে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার খবর নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আওয়াদ মোহামেদ আহমেদ ইবনে আউফ। তিনি জানিয়েছে, আগামী দু’বছরের জন্য দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালণ করবে সেনাবাহিনী সরকার। এ উদ্দেশ্যে সেনাবাহিনী একটি কাউন্সিলও গঠণ করেছে।
এ ঘোষণার পর দেশটির সেনাবাহিনী সুদান জুড়ে জরুরী অবস্থা জারি করেছে। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত দেশের রাস্তাঘাটে সবধরণের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ক্ষমতাচ্যুত করার পর ওমর আল-বশিরকে বর্তমানে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম সিএনএন’কে জানিয়েছে।
গেল ডিসেম্বরে দেশটির বাজারে রুটির দাম বেড়ে যাওয়ার পর থেকে বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। তাদের এই বিক্ষোভ ক্রমান্বয়ে প্রেসিডেন্টের পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। এই বিক্ষোভ থেকে বশিরের ৩০ বছরের শাসনের ভিত নড়ে গেল।
উত্তর দারফুরের উৎপাদন ও অর্থনীতি মন্ত্রী আদেল মাহজুব হুসেইন বলেছেন, প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে সরিয়ে দেয়ার পর ক্ষমতা অর্পণের জন্য একটি সামরিক পরিষদ গঠনের আলোচনা শুরু হয়েছে। এই পরিষদ অন্তঃর্বর্তীকালীন সরকার গঠন করবে।
দীর্ঘ ৩০ বছর ধরে সুদানের ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট বশির। ১৯৮৯ সালে ক্ষমতায় আসেন তিনি। দারফুরে তার সরকারের অমানবিক কার্যকলাপের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে গণহত্যা ও যুদ্ধাপরাধের মত গুরুতর অপরাধে অভিযুক্ত করেছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়