কানাইঘাট নিউজ ডেস্ক:
নেপালে প্রলয়ঙ্কারী ঝড়ের আঘাতে ২৭ জন নিহত ও অন্তত ৬ শতাধিক আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধার দিকে দেশটির বারা ও পার্সা জেলায় শক্তিশালী এ ঝড়টি আঘাত হানে।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। এতে তিনি রোববারের ঝড়ে প্রাণহাণির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ঝড়ে হতাহতদের উদ্ধারে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে এরই মধ্যে উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম জিনহুয়া এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটের দিকে প্রলয়ঙ্কারী ঝড়টি আঘাত হানে, যা প্রায় দীর্ঘ ১ ঘন্টা স্থায়ী হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রেম কুমার রায় জিনহুয়া’কে জানান, শক্তিশালী এ ঝড়ে বারা জেলায় ২৩ জন ও পার্সা জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।
ঝড়ে আক্রান্ত অঞ্চলসমূহের শতশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা, অসংখ্য গবাদি পশু-পাখিরও মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে আক্রান্ত জেলা দুটির কয়েক লাখ লোক। ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য ও চিকিৎসা সাহায্যের আবেদন জানানো হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়