কানাইঘাট নিউজ ডেস্ক:
সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কারণে বেশ কয়েকদিন ধরেই ইন্টারনেটের গতি কম রয়েছে। এ গতি আরো সাতদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি)।
আইএসপিএবি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে বিদ্যমান দুটি সাবমেরিন ক্যাবলের মধ্যে একটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ফলে ইন্টারনেটের গতি কিছুটা কম পাচ্ছেন ব্যবহারকারীরা।
তিনি বলেন, কক্সবাজার প্রান্তে সি-মি-উই ৪ সাবমেরিন ক্যাবলে রক্ষণাবেক্ষণের কাজ চলায় এটি পুরোপুরি বন্ধ রয়েছে। অপর সাবমেরিন ক্যাবল সি-মি-উই ৫ দিয়ে সারা দেশে ব্যান্ডউইথ সরবরাহ করা হচ্ছে। এ ক্যাবল দিয়ে ৯০ শতাংশ চাহিদা মেটানো হচ্ছে। বাকি ১০ শতাংশ ঘাটতি রয়েছে।
এমদাদুল হক বলেন, যারা ইউটিউবে ভিডিও দেখেন কিংবা ভিডিও গেমস খেলেন তারা ইন্টারনেটের গতি কিছুটা কম পাচ্ছেন। পহেলা মে’র মধ্যে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে পারে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়