Sunday, April 21

সৌম্যর দুর্দান্ত সেঞ্চুরি

কানাইঘাট নিউজ ডেস্ক:
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিংয়ে বড় কোন রানের দেখা পাচ্ছিলেন না জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় সৌম্য সরকার। ১০ ইনিংস মিলিয়ে মাত্র ১৬৪ রান সংগ্রহ করেছেন তিনি। যার ফলে তার ব্যাটিং ফর্ম নিয়ে চারিদিকে বেশ সমালোচনা হচ্ছে।
এবার সেই সমালোচনার জবাব দিলেন সৌম্য সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ডিপিএলের অঘোষিত ফাইনাল ম্যাচে মাত্র ৭৯ বলে ১০৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন সৌম্য। প্রথম সেঞ্চুরি হাঁকাতে  ২টি ছয় এবং ১৫টি চার মেরেছেন তিনি। 
এরপর সেঞ্চুরির সাথে আর ছয়টি রান যোগ করে নাবিল সামাদের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান সাজ ঘরে।
বিশ্বকাপের আগে এমন বড় একটি ইনিংসের জন্য অপেক্ষা করছিলেন সৌম্য। আসন্ন বিশ্বকাপে যথেষ্ট ভালো খেলবে সৌম্য বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় খালেদ মাহমুদ সুজন।
 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়