Monday, April 8

কানাইঘাটে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যেগে কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহাজাহান সেলিম বুলবুলের আর্থিক সহযোগিতায় ফ্রি রক্ত গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার সাতবাঁক ইউনিয়নের জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

এ সময় সমাজ কল্যাণ পরিষদের নিজস্ব তিনটি টিম বিদ্যালয়ের প্রায় ৬’শত শিক্ষার্থী রক্তের গ্রুপ পরীক্ষা করেন।

রক্তের গ্রুপ পরীক্ষা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ পরিষদ সাতঁবাক ইউনিয়নের সভাপতি সুলতান আহমদের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রি রক্ত গ্রুপিং ক্যাম্প এর পৃষ্ঠপোষক কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহাজাহান সেলিম বুলবুল, প্রেসক্লাবের সদস্য আমিনুল ইসলাম, সুজন চন্দ অনুপ, সাতবাঁক ইউনিয়নের সদস্য শাব্বির আহমদ, কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আহমদ মাসুম, সাংগঠনিক সম্পাদক জাবেদুল হক হুমায়েদ, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক আদিল চৌধুরী, প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারেক আহমদ, হাফিজ আহমদ সুজন সহ ইউপি শাখার বেশ কয়েক জন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

কানাইঘাট নিউজ ডটকম/০৮ এপ্রিল ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়