Thursday, April 25

জঙ্গিবাদ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে: জিএম কাদের

কানাইঘাট নিউজ ডেস্ক:

‘বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে। শ্রীলংকায় বর্বরোচিত সিরিজ বোমা হামলা ও শিশু জায়ান চৌধুরীর মৃত্যু মেনে নেয়া কষ্টকর।’

বুধবার বিকেলে বনানী কবরস্থানে  জায়ানের দাফন শেষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।
তিবি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে দল-মত, জাতি-ধর্ম ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
এ সময় জিএম কাদের শ্রীলংকায় বর্বরোচিত সিরিজ বোমা হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসঙ্গে এ হামলায় নিহত সবার আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন ।
এর আগে বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে শহীদ জায়ানের নামাজে জানাযায় অংশ নেন জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মহাসচি ও প্রেসিডিয়াম সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, আদেলুর রহমান এমপি, যুগ্মমহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক ও হাসিবুল ইসলাম জয়সহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা।
সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়