কানাইঘাট নিউজ ডেস্ক:
পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে আত্মত্যা করেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বাড়িতে গেলে তিনি ঘাড়ে গুলি করেন। পুলিশ এবং স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।
এ ঘটনার পর পুলিশ আহত অবস্থায় তাকে রাজধানী লিমার ক্যাসিমিরো উলোয়া হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৬৯ বছর বয়সী গার্সিয়ার বিরুদ্ধে ঘুষ এবং অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছিল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্রাজিলের একটি নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন।
তবে অ্যালান গার্সিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। এই অভিযোগের ভিত্তিতেই বুধবার পুলিশ তার বাড়িতে যায় গ্রেফতারের জন্য। এ সময় তিনি নিজের ঘাড়ে গুলি করেন। পরে পুলিশই তাকে হাসাপতালে নিয়ে গেলে মৃত্যু হয়।
গার্সিয়া ১৯৮৫ থেকে ১৯৯০ এবং ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়