Tuesday, March 12

কানাইঘাটে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে কৃষিপ্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার সজ্বীব সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

তিনদিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি ভিত্তিক ষ্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

কানাইঘাট নিউজ ডটকম/১২ মার্চ ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়