Monday, March 25

স্বাধীনতা দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২৬শে মার্চ দিবসের শুভ সূচণা লগ্নে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করা হবে।

সকল সরকারি/আধা-সরকারি স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৮টায় কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সারা দেশের ন্যায় একযোগে শুদ্ধ সুরে জাতীয় সংগীত উচ্চারণ ও সকাল সাড়ে ৮ টায় একই মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন হবে।

সকাল ১১ টায় পৌরসভার ইউনিক কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংর্বধনা ও আলোচনা সভা, সুবিধাজনক সময়ে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, হাসপাতাল-এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

বিকেল ৪ টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও কাবাডি প্রতিযোগিতা ও একই সময়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রশাসনের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠান মালা যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে পালনের লক্ষে সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা সকলের প্রতি আহবান জানিয়েছেন।

কানাইঘাট নিউজ ডটকম/২৫ মার্চ ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়