Tuesday, March 12

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

কানাইঘাট নিউজ ডেস্ক:

দিনাজপুর ফুলবাড়ীতে মঙ্গলবার সকালে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় রাজুকে বাঁচাতে গিয়ে অপর এক শ্রমিক রেজাউল করিম গুরুতর আহত হয়েছেন।

নিহত রাজু ইসলাম বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুরে আনিছুর রহমানের ছেলে। আহত রেজাউল পার্বতীপুর উপজেলার আমবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে। 
দিনাজপুর ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, গুরুতর অবস্থায় দুই জনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকাল ৩ টার দিকে রাজুর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 
এ ঘটনায় নির্মানাধীন বিল্ডিংয়ের মালিক ব্যাংক কর্মচারী সঞ্জয় কুমারকে আটক করেছে পুলিশ। আটক সঞ্জয় কুমার শিবনগরের রাজারমপুর মাছুয়াপাড়ার রামা কান্তের ছেলে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়