নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট দলিল লেখক সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬শে মার্চ বিকেল ২টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট কলেজের উপাধক্ষ্য লোকমান হোসেন।
বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা শেখ শামছুল হক, জালাল উদ্দিন, দলিল লেখক শরীফ উদ্দিন, সমিতির সিনিয়র সদস্য মঈন উদ্দিন, লুৎফুর রহমান, হাজী আবুল কালাম, শামসুদ্দিন বাবুল, কামাল উদ্দিন, নুর মোহাম্মদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবরেজিষ্ট্রি অফিসের নকল নবিশ বিধান চৌধুরী, ফরহাদ আহমদ, সমর দাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।
এছাড়াও সমিতির উদ্যোগে বাদ যোহর শহীদ বীরমুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কানাইঘাট নিউজ ডটকম/২৬ মার্চ ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়