কানাইঘাট নিউজ ডেস্ক:
ক্রাইস্টচার্চ হামালার ক্ষত শুকাতে না শুকাতেই প্রাণঘাতী হামলার আশঙ্কায় নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওটাগোর ডানেডিন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে পুলিশ।
রোববার ওই বিমানবন্দরে বোমা সদৃশ একটি
প্যাকেটের সন্ধান পাওয়া যায়। এরপরই নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিমানবন্দর
বন্ধ করে দেয়। খবর- ওটাগো ডেইলি টাইমস।
এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত
৯টা ৫৫ মিনিটের দিকে এক বিবৃতিতে ডানেডিন বিমানবন্দরের খালি জায়গায় বোমা
সদৃশ প্যাকেট পাওয়ার তথ্য নিশ্চিত করে পুলিশ। পরে বিমানবন্দর বন্ধ করে দেয়া
হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এদিকে বিমানবন্দরে প্যাকেটের ধরন শনাক্ত করার জন্য বিমানবন্দরে পুলিশ এবং বিষেশজ্ঞ টিম পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গেল শুক্রবার জুম্মার নামাজের সময়
দেশটির ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শেতাঙ্গ
সন্ত্রাসী বন্দুক হামলা চালায়। এতে তিন বাংলাদেশীসহ ৫০ জনের মৃত্যু হয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়