নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তোলে ধরে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তোলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভাঃপ্রাঃ) শাহিন মাহবুব, সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল সূত্রধর, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, মাস্টার সাহাব উদ্দিন প্রমুখ।
এছাড়া ৭ই মার্চ উপলক্ষ্যে শির্ক্ষাথীদের নিয়ে চিত্রাঙ্গন ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ হচ্ছে স্বাধীনতার ঐতিহাসিক দলিল। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস্য ছিল বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের এ ভাষণ। এমন ভাষণ বিশ্বের ইতিহাসে আজীবন স্মরনীয় হয়ে থাকবে।
কানাইঘাট নিউজ ডটকম/০৭মার্চ ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়