Monday, March 18

কানাইঘাটে ভাইস চেয়ারম্যান পদে জয়ী আব্দুল্লাহ শাকীর

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জমিয়তে উলামা নেতা মাওলানা আব্দুল্লাহ শাকীর বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

আব্দুল্লাহ শাকির চশমা প্রতীক নিয়ে ৩০ হাজার ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী এমাদুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে ৮হাজার ৪৮৮ ভোট পেয়েছেন।


এদিকে জমিয়তে উলামা নেতা মাওলানা আব্দুল্লাহ শাকীরের বিজয় লাভ করায় তার কর্মী সমর্থকরা উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে ব্যাপক বিজয় উল্লাস করেন।
উল্লেখ্য যে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় একক ভাবে খাদিজা বেগম কে পূর্বেই বিজয়ী বলে ঘোষণা করা হয়। 



কানাইঘাট নিউজ ডটকম/১৮ মার্চ ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়