নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মস্তাক আহমদ পলাশের মোটরসাইকেল মার্কার সমর্থনে তার কর্মী সমর্থক ও শুভাকাংখীরা ব্যাপক প্রচরণা চালিয়ে যাচ্ছেন।
মোটরসাইকেল মার্কার প্রচারনা সর্বত্র জোরদার করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পলাশ তার মার্কা মোটরসাইকেল ভোট চেয়ে প্রতিদিন বিরামহীন ভাবে উপজেলার হাট-বাজারগুলো সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ নির্বাচনী পথসভা, মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন।
এসব গণসংযোগ ও পথসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।
চেয়ারম্যান প্রার্থী পলাশ গত শনিবার ঝিঙ্গাবাড়ী, সীমার বাজার, গাছবাড়ী বাজার, আজ রবিবার চতুল বাজার, কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ সহ বেশ কয়েকটি নির্বাচনী পথসভা ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্যকালে বলেন, আমি কানাইঘাট বাসীর খেদমত করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আমার বিরুদ্ধে নানা ভাবে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে কিন্তু আপনারাই স্বাক্ষী ছাত্রজীবন থেকে শুরু করে জনপ্রতিনিধি হওয়া পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত সুখে-দুখে আপনাদের পাশে দাড়িয়ে কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।
আপনাদের কে আজ ওয়াদা দিচ্ছি আমাকে যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন তাহলে এমন কোন কাজ করব না যাতে আপনাদের সম্মান নষ্ট হয়। কেউ অন্যায় ভাবে জুলুম নির্যাতনে স্বীকার হবে না, কানাইঘাট হবে একটি শান্তির জনপদ।
কানাইঘাট নিউজ ডটকম/১০ মার্চ ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়