নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের তৃণমূলের সাংবাদিক দৈনিক সিলেট বাণীর স্টাফ রিপোর্টার কাওছার আহমদ সিলেট প্রেসক্লাবের সদস্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম.এ হান্নান।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সংবর্ধিত সাংবাদিক কাওছার আহমদ, প্রেসক্লাবের সহ সম্পাদক আব্দুন নুর, ক্রীড়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য আমিনুল ইসলাম, আলা উদ্দিন, শাহীন আহমদ, সুজন চন্দ অনুপ, মুমিন রশীদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, কাওছার আহমদ কানাইঘাটের একজন নিবেদিত তৃণমূলের সংবাদকর্মী ছিলেন। পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি সাংবাদিকতা পেশায় জায়গা করে নিয়েছেন। তার লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠত। একজন নির্বিক কলম সৈনিক হিসাবে বস্তু নিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে কাওছার আহমদ সাংবাদিকতা পেশায় সাফল্য ধরে রেখে ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের সদস্য মনোনীত হয়েছেন যা অত্যন্ত আনন্দের। এতে করে কানাইঘাটের কর্মরত সাংবাদিকরা গৌরবান্বিত হয়েছেন।
ক্লাব নেতৃবৃন্দ আরো বলেন, কানাইঘাটে কর্মরত সাংবাদিকদের একমাত্র প্রতিষ্ঠান কানাইঘাট প্রেসক্লাব সব সময় পেশাদার সাংবাদিকদের কর্মের মূল্যায়ন করে থাকে।
অনুষ্ঠানের পূর্বে কাওছার আহমদ কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
কানাইঘাট নিউজ ডটকম/২৭মার্চ ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়