কানাইঘাট উপজেলা ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের বৃহত্তর ঢাকনাইলএলাকার ৯ মৌজার হাওর এলাকার এজমালী সম্পত্তির টাকার হিসাব-নিকাশ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আমির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে।
জানা যায় বুধবার রাত সাড়ে ৭টার দিকে এলাকায় এজমালী সম্পত্তির দখল ও জল-মহালের টাকার হিসাব-নিকাশ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গোয়ালজুর গ্রামের আব্দুল লতিফ ও খরচটি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের লোকজন বাখাইরপার গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ কালে আব্দুল জলিল গংদের হামলায় আব্দুল লতিফ পক্ষের বাখাইরপার গ্রামের মৃত মকরব আলীর পুত্র আমির উদ্দিন(৫০) মারা যান।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার একদল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার পরিস্থিতি শান্ত করেন।
নিহত আমির উদ্দিনের লাশ উদ্ধার করে সিলেট মর্গে প্রেরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে থানার সেকেন্ড অফিসার স্বপনচন্দ্র সরকার জানান।
সংঘর্ষে আমির আলী নামে একজন মারা গেছেন স্বীকার করে স্বপন চন্দ্র সরকার জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে পাঠানো হবে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনমামলা দায়েরর খবর পাওয়া যায়নি।
স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ঢাকনাইল ৯ মৌজার হাওর এলাকার কোটি টাকার এজমালী সম্পত্তির দখল ও টাকার হিসাব নিকাশ নিয়ে আব্দুল জলিল ও লতিফ গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।সম্প্রতি উভয় পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় উত্তেজনা বিরাজ করছিল এবং মারামারিরও ঘটনা ঘটে।
এ নিয়ে কানাইঘাট থানায় পাল্টাপাল্টি দু’পক্ষ একে অপর পক্ষকে ঘায়েল করার জন্য কয়েকটি মামলা করেন।
কানাইঘাট নিউজ ডটকম/১৩ মার্চ ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়