কানাইঘাট নিউজ ডেস্ক;
ফ্রান্সের একটি খামারে মুরগিদের সংঘবদ্ধ হামলায় এক শিয়াল নিহত হয়েছে। বুধবার ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ফ্রান্সের উত্তরাঞ্চলের ওই ফার্মটির প্রধান কর্মকর্তা জানান, ওই ফার্মে ছয় হাজারের মতো মুরগি রয়েছে। তিন একরের মতো জায়গায় মুরগিগুলোর আবাসস্থল।
গত সপ্তাহে রুটিন চেক করার সময় গিয়ে দেখা যায়, একটি শিয়াল মরে পড়ে আছে। তার গায়ে অনেক মুরগির ঠোঁটের আঘাত।
তিনি বলেন, ফার্মটির বৈদ্যুতিক দরজা খোলা পেয়ে একটি শিয়াল সেখানে ঢুকে পড়ে। তখন সেখানে থাকা মুরগিগুলো প্রথমে ভয় পেলেও পরে প্রায় অর্ধেক মুরগি গিয়ে একযোগে হামলা চালায় শিয়ালের ওপর।
মুরগির ধারালো ঠোঁটের আক্রমণে জর্জরিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিয়ালটি।
তিনি আরও জানান, একসঙ্গে থাকা মুরগিরা অনেক সময় সংগঠিত হয়ে হামলা চালিয়ে থাকে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়