কানাইঘাট নিউজ ডেস্ক:
জুম্মার নামাজের জন্য ফের খুলেছে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার নিউজিল্যান্ডের আল নুর মসজিদ। নামাজের জন্য মসজিদটির সব বন্দুকের গুলির ক্ষত ও মুসল্লিদের তাজা রক্তের দাগ ঢেকে দিয়ে রং করে তা প্রস্তুত করা হচ্ছে।
গেল শুক্রবারের সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর আগামীকাল শুক্রবার মসজিদটিতে ফের জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার জুম্মার নামাজের আজান জাতীয়ভাবে সম্প্রচার করার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। আজানের পর দুই মিনিট নিরবতা পালনের ঘোষণাও দেন তিনি।
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গেল শুক্রবার জুম্মার নামাজের সময় বর্ণবাদী এক জঙ্গির নির্বিচার গুলিবর্ষণে ৫০ জন নিহত হওয়ার পর মসজিদগুলো ঘিরে পাহারা দিচ্ছে সশস্ত্র পুলিশ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, শুক্রবার জুম্মার নামাজ পড়তে আসা লোকজনকে নিরাপত্তা প্রদানের জন্য আগামীকাল কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হবে।
এতে আরো বলা হয়, অপরাধ সংঘটনের স্থান থেকে উপযুক্ত সব প্রমাণ সংগ্রহ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। আমাদের ক্ষমতার সবটুকু দিয়ে সবকিছু করছি যেন যত দ্রুত সম্ভব লোকজনকে মসজিদটিতে ফিরে আসার অনুমতি দিতে পারি আমরা।
এদিকে আক্রান্ত আল নুর ও নিকটবর্তী লিনউড মসজিদ দুটিই খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আল নুর মসজিদে জুম্মার নামাজে কয়েক হাজার নামাজি উপস্থিত হবে বলে ধারণা করা হচ্ছে, এখানেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছিল।
নিহত বেশিরভাগ লোকই অভিবাসী অথবা শরণার্থী। এরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, সোমালিয়া ও আফগানিস্তান মতো দেশগুলো থেকে সেখানে গিয়েছিল।
এ হামলার পর নিউজিল্যান্ডের ডানেডিনে বসবাসকারী বর্ণবাদী অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন ট্যারান্টের (২৮) বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ রিমান্ডে থাকা ট্যারান্টকে আগামী ৫ এপ্রিল ফের আদালতে হাজির করার কথা রয়েছে। তখন তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
ভয়াবহ এ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে প্রথম দুজনকে বুধবার দাফন করা হয়েছে। নিহত স্কুল পড়ুয়া এক বালকের দাফনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার ফের দাফন কাজ শুরু হয়েছে।
পুলিশ এ পর্যন্ত প্রায় ৩০টি মরদেহ শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার সবচেয়ে বেশি মরদেহ দাফন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়