Monday, March 4

ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন তাহির

কানাইঘাট নিউজ ডেস্ক:

সম্প্রতি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএস)এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয় ইমরান তাহিরের নাম। এরপরই নিজের ভবিষ্যতবিষয়ে সিদ্ধান্ত নেন তিনি। এরপরই জানা যায় এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন দক্ষিণ আফ্রিকার বর্ষীয়ান এই অন্যতম স্পিনার।

 মাসের শেষ দিকে ৪০ বছরে পা রাখতে যাওয়া   তারকা স্পিনার অন্তত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত  দক্ষিণ আফ্রিকারহয়ে খেলতে চান বলে জানিয়েছেন।
দেশের হয়ে ওয়ানডে ক্যারিয়ারে  পর্যন্ত ৯৫ ম্যাচে ১৫৬ উইকেট শিকার করেছেন তাহির। ২০১১-২০১৫ সালের মধ্যে ২০ ম্যাচেরটেস্ট ক্যারিয়ারে ৫৭  উইকেট তার ঝুলিতে।  ছাড়া ৩৭ টি-টোয়েন্টি ম্যাচে রয়েছে ৬২ উইকেট ।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৫ রানে  উইকেট ছিল তার সেরা অর্জন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়