Monday, March 11

কানাইঘাটে নির্বাচনী আচরণবিধি মনিটরিং কার্যক্রম জোরদার

নিজস্ব প্রতিবেদকঃ 
আগামী ১৮ই মার্চ অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্টু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় প্রশাসনের উদ্যোগে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

ইতিমধ্যে নির্বাচনী এলাকায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাচনী আচরণবিরোধী যে কোন ধরনের কর্মকান্ড বন্ধে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ টিম নিয়ে নির্বাচনী কার্যক্রম মনিটরিং শুরু করেছেন।   

নির্বাচনী আচরণবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে গত কয়েক দিনে চেয়ারম্যান   ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের কয়েকজন সমর্থককে মৌখিকভাবে সর্তক করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি নির্বাচন রিটার্নিং অফিসার তানিয়া সুলতানা জানান, কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু  ও নিরপেক্ষ করতে প্রশাসন   বদ্ধপরিকর। নির্বাচনী প্রচারনায় যাতে করে কোন প্রার্থী ও  তার সমর্থকরা আচরণবিরোধী কর্মকান্ড সংঘটিত করতে না পারেন এ জন্য নির্বাচনী এলাকায় একজন ম্যাজিস্ট্রেট   সার্বক্ষনিক নিয়োজিত রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরো বৃদ্ধি করাহবে।

ইতিমধ্যে নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কানাইঘাট নিউজ ডটকম/১১মার্চ ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়