Thursday, March 28

কানাইঘাট থানায় নতুন ওসি( তদন্ত) আনওয়ার জাহিদের যোগদান

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানায় নবাগত ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেছেন আনওয়ার জাহিদ। সিলেটের জৈন্তাপুর মডেল থানা থেকে বদলী জনিত কারণে বুধবার(২৭মার্চ) যোগদান করেন তিনি।
আনওয়ার জাহিদ জৈন্তাপুর মডেল থানায় অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরবে বর্তমানে অবস্থান করায় অতিরিক্ত হিসেবে ইনচার্জের দায়িত্বও পালন করবেন নবাগত ওসি (তদন্ত) আনওয়ার জাহিদ।

এদিকে নবাগত এ পুলিশ কর্মকর্তার সাথে  বৃহস্পতিবার রাত ৮টায় সৌজন্যে স্বাক্ষাৎ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। 
স্বাক্ষাৎকালে থানায় যোগদানকৃত ওসি (তদন্ত) বলেন, একটি এলাকায় সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশ ও সাংবাদিক একে অন্যের পরিপূরক। আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও কাজ করে থাকেন। পুলিশের সমস্ত সেবা থানায় এসে যাতে করে সেবা প্রাপ্তিরা পান এ জন্য তিনি নিষ্ঠার সাথে কাজ করবেন বলে জানান।

মতবিনিময় কালে প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য আমিনুল ইসলাম, শাহিন আহমদ, আলা উদ্দিন, সুজন চন্দ্র অনুপ, মুমিন রশিদ।

কানাইঘাট নিউজ ডটকম/২৮ মার্চ ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়