শাকিবের হাত ধরেই চলচ্চিত্রে আসা ঢাকাই চলচ্চিত্রের নায়িকা
বুবলী একের পর এক হিট ছবি দিয়েছেন। খুব কম সময়েই অনেক জনপ্রিয়তা পাওয়া এই
নায়িকা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা
যায় একটি আইসক্রিম, যার প্যাকেটে লেখা বুবলী আইসক্রিম।
সিলেটের দোকানে দোকানে পাওয়া যাচ্ছে বুবলী আইসক্রিম। বিষয়টি
নেতিবাচকভাবে নেননি এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই আইসক্রিমের
কয়েকটি ছবি শেয়ার করেছেন বুবলী।
নিজের নামের আইসক্রিম ফেসবুকে দিয়ে আপ্লুত বুবলী একটি পোস্ট দিয়েছেন।
তাতে লিখেছেন- ‘আমার কিছু কিছু ভক্তের ভালোবাসায় সত্যি অভিভূত ও আবেগাপ্লুত
হই প্রায় সময়। বাংলাদেশের বাইরে প্রবাসী ভাইবোনরা হোক আর বিভিন্ন জেলা
থেকে হোক, আপনাদের সবার দোয়া আর ভালোবাসায় আমি সত্যি পরিপূর্ণ।’
সিলেটে যারা তার নামে আইসক্রিম বাজারে ছেড়েছেন, তাদের প্রতি ভালোবাসা
জানিয়ে বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়িকা লেখেন- ‘আজ আবার নতুন করে
সিলেটবাসীর কাছে একটু বেশি কৃতজ্ঞ হলাম। আমার নাম এবং ছবি দিয়ে সিলেটে
বুবলী আইসক্রিম পাওয়া যাচ্ছে। এটি সত্যি আমার জন্য অনেক বড় ব্যাপার। এত
অল্প সময়ে আপনারা আমাকে এত আপন করে নিয়েছেন, যা আমাকে আগামীর পথচলায় আরও
বেশি শক্তি জোগাবে। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা আপনাদের প্রতি।’
বুবলী আইসক্রিসের গুণমান ঠিক রাখার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘অনুগ্রহ
করে বুবলী আইসক্রিমের গুণগত মান সঠিক আছে কিনা, তা আশা করছি নিশ্চিত
করবেন। অসংখ্য ধন্যবাদ!’
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়